গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্ডীতলা এলাকায় বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎ স্পৃষ্টে অখিল চন্দ্র সরকার নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত হলেন, উপজেলার চন্ডীতলা এলাকার মৃত মনা চন্দ্র সরকারের ছেলে অখিল চন্দ্র সরকার (৫২)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার চন্ডীতলা এলাকায় বৃহস্পতিবার দুপুরে অখিল চন্দ্র সরকারের বাড়িতে ঘরের টিনের চালে বিদ্যুতায়িত হয়ে পড়ে। এসময় তিনি ঘরের টিনের চালে কাজ করতে গেলে বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে গুরুতর আহত হন। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন তাকে হাসপাতালে নেওয়ার পথেই অখিল চন্দ্র সরকার মারা যান।
আটাবহ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার মোঃ শাজাহান সালাম জানান, অখিল বিদ্যুতের স্পষ্ট হয়ে মারা গেছেন। নিহতের লাশ অন্তুষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।