গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টান কালিয়াকৈর এলাকা থেকে গত বুধবার রাত আটটার দিকে মোঃ সোহায়েব (৫) শিশু নিখোঁজ হয়েছে।
নিখোঁজের ৭ ঘন্টা পর রাত তিনটার দিকে অচেনা নাম্বার থেকে ফোনে ৩ লাখ টাকা মুক্তিপণ চেয়েছেন বলে স্বজনদের অভিযোগ। এ ঘটনায় বুধবার রাতেই নিখোজ শিশুর দাদা মোঃ শাজাহান মিয়া বাদি হয়ে কালিয়াকৈর থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরী দায়ের করেছেন।
নিখোঁজ শিশু হলেন, উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের জাথালিয়া গ্রামের রুবেল হোসেনের ছেলে। তারা স্বপরিবারে টান কালিয়াকৈর এলাকার বাছেদ মিয়ার বাড়িতে ভাড়া থেকে পিতা রুবেল রাজধানী পরিবহনের গাড়ি চালান এবং মা রোজিনা স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন।
নিখোঁজের পরিবার ও পুলিশ সূত্র জানায়, গতকাল বুধবার টান কালিয়াকৈর এলাকার বাছেদ মিয়ার ভাড়া বাসা থেকে নিখোঁজ হয় শিশু সোহয়েব।
এদিকে নিখোঁজের পর থেকেই আত্বীয় স্বজনের বাসাসহ বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করে সোহায়েবের স্বজনরা পরে কোথাও খুজে না পেয়ে রাতেই থানায় নিখোঁজ সাধারণ ডায়েরী করেন শিশুর দাদা শাজাহান আলী।
নিখোজ শিশুর দাদা শাহাজান আলী জানান, বুধবার রাতে আমরা বাসায় বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম আমার ছেলে ও ছেলের বউ বাহিরে ছিলেন আমার নাতি সোহায়েব বাসার সামনে খেলা করছিলো হটাৎ তাকে ডাকতে গিয়ে দেখি সেখানে নেই। পরে আত্বীয় স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করেছি কোথাও পাইনি। পরে রাত ১২টার দিকে একবার ও রাত তিনটার দিকে একবার অচেনা ফোন নাম্বার থেকে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে, অন্যথায় লাশ পাঠিয়ে দিবে বলে হুমকি দেয়। আমরা পুলিশকে জানিয়েছি বিষয়টি। আমাদের নাতিকে আমরা জীবিত ফেরত চাই।
কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মো: জুবায়ের মিশন নাইনটিকে জানান, শিশু নিখোজের ঘটনায় শিশুর দাদা বাদি হয়ে জিডি করেছেন। শিশুটিকে উদ্ধারে আমরা চেষ্টা অব্যহত রেখেছি। ইতিমধ্যে আমাদের কয়েকজন অফিসার শিশুটিকে জীবিত উদ্ধারে মাঠে কাজ করছেন।