সাহিত্য
Mission 90 News
Send an email
সেপ্টেম্বর ২৮, ২০২১সর্বশেষ আপডেট সেপ্টেম্বর ২৮, ২০২১
চিরচেনা গাঁয়
০ ১,৪২৮ এক মিনিটেরও কম সময়
আবার এসেছি ফিরে
ছনে ছাওয়া ছোট নীড়ে
চিরচেনা এই গাঁয়।
যেথা পল্লী বধু কলসি কাঁখে
আলতো পায়ে নদীর বাঁকে
জল ভরিতে যায়।
রৌদ্রদাহে রাখাল ছেলে
বংশী বাজায় আপন তালে
অশ্ব শ্যামল ছায়।
আমি আবার এসেছি ফিরে
বহু শহর গ্রাম ঘুরে
চিরচেনা এই গাঁয়।
নিত্য যেথা সকাল বিকেল বেলা
ঝিলের জলে হংসমিথুন খেলা
দেখে নয়ন জুড়ায়।
সম্পর্কিত সংবাদ
-
আন্দোলন সংগ্রামে একবিংশ শতাব্দীর ২৪ বছরফেব্রুয়ারি ৩, ২০২৫
দস্যি ছেলে রোজ দুপুরে
বনবাদাড়ে বেড়ায় ঘুরে
খেয়াল রাখা দায়।
শহর মানে কৃত্রিম ভালোবাসা
সুখ-শান্তি ইট-পাথরে ঠাসা
লোক ঠকানো যেথা সেথায়।
হয়তো গাঁয়ে বিজলিবাতি নেই
জ্বলবে জোনাক সন্ধ্যে হল যেই
গাঁয়ের মতো শান্তি সুখ
আর পাব কোথায়।
তাইতো আবার ঘুরে ফিরে
এসেছি এই ভাঙ্গা নীড়ে
চিরচেনা গাঁয়।
——-০০০০০——-