রাজধানীর মিরপুর ১০ এলাকায় পুলিশের গুলিতে (৪ আগষ্ট) আন্দোলনের সময় মাথায় গুলিবিদ্ধ হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞানের শিক্ষার্থী ‘একরামুল হক সাজিদ’। ঢাকায় (সিএমএইচ) হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল ১৪ আগষ্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
কেন্দ্রীয় শহিদ মিনারে প্রথম জানাজা সম্পন্ন হয়। দ্বিতীয় জানাযা ১৫ আগষ্ট সকাল ১০ ঘটিকায় টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার বিল কুকরী গ্ৰামে নিজে বাড়িতে জানাযা ও দাফন সম্পন্ন হয়।
বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম শহীদ একরামুল হক সাজিদের জানাযায় অংশ নেয়।
এ সময় নাহিদ বলেন, সাজিদের মা আমাদের সবার মা, সাজিদের বাবা আমাদের সবার বাবা। সাজিদের পরিবারের দায়িত্ব আমরা নিবো। সাজিদদের রেখে যাওয়া প্রতিশ্রুতি জীবন দিয়ে হলেও রক্ষা করবো।
শহীদ একরামুল হক সাজিদের জানাযায় অংশ নেয় সর্বস্তরের হাজারো সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। তার মৃত্যুতে পরিবার ও গ্ৰামে চলছে শোকের মাতম।