জামালপুরে শেখ হাসিনার বিচারসহ চারদফা দাবীতে শিক্ষার্থীদের লং মার্চ
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে জামালপুরে লং মার্চ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে জামালপুরের আশেক মাহমুদ কলেজে জমায়েত হওয়ার পর সেখান থেকে লং মার্চ নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে গিয়ে সমাবেশ করে আন্দোলনকারীরা।
সেখানে শেখ হাসিনার সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে তার বিচার ও সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগের পরিকল্পিত হত্যার বিচারসহ চার দফার দাবি জানান বক্তারা।
ছাত্র জনতার ওপর করা মামলা অপসারণ করে সেই নিপীড়নকারী প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগ বাতিল করারও কথা বলেন তারা।
এছাড়া প্রশাসন ও বিচার বিভাগে যারা এত দিন বৈষম্যের শিকার হয়েছেন – তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করার দাবি জানানো হয় সমাবেশ থেকে। দ্রুত দাবি মানা না হলে কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন বক্তারা।