কেন্দ্রীয় সাধুসংঘের উন্নয়নে আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২০ সেপ্টেম্বর বিকাল ৪টায় কেন্দ্রীয় সাধুসংঘের আয়োজনে বাংলাদেশ শিল্পী কলা একাডেমি কনফারেন্স রুমে কেন্দ্রীয় সাধুসংঘের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রাংঙ্গা সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উজ্জল আলোকিত অতিথি ঢাকা জেলা প্রশাসক কেন্দ্রীয় সাধুসংঘের প্রধান পৃষ্ঠপোষক শহিদুল ইসলাম, আলোকিত অতিথি ছিলেন, বিশিষ্ট চলচিত্র পরিচালক ও অভিনেতা সাদেক সিদ্দিকী, ঢাকা বিভাগের সংগীতকলা বিভাগের প্রধান, বাংলাদেশ শিল্পী কলা একাডেমি বাউল ইউনিট সমন্বয়ক সরদার হিরক রাজা, ঢাকা হাইকোর্টের এ্যাডভোকেট নূরুল ইসলাম, বিশিষ্ট ব্যাবসায়িক রহিম রাসেল, কেন্দ্রীয় সাধুসংঘের প্রতিষ্ঠাতা সাংবাদিক শাহ আলম বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন, দেশ বরেন্ন বাউল শিল্পী টুনটুন বাউল, সুমিল বাউল, লতিফ শাহ, বাউল, পলাশ বাউল লিজু বাউলা, সহ কেন্দ্রীয় সাধুসংঘের কেন্দ্রীয় সাধু, সাবেক সভাপতি ও সম্পাদক, অঙ্গ সংগঠনের সভাপতি সম্পাদক সদস্য উপস্থিত ছিলেন দ্বিতীয় পর্বে সাধু মেলায় লালন সাইজির গান নিয়ে রাত ভর অনুষ্ঠান হয়।