গত ৫/৫/২৪ ইং রোজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ সহ-সভাপতি হাসান আল ফারাবী জয়ের গুলিতে ছাত্রলীগ কর্মী আয়াশ রহমান এজাজ (২২) নিহত হওয়ার ঘটনায় ১৬ জনকে আসামি করে মামলা হয়েছে।
নিহত এজাজের বাবা আমিনুর রহমান বাদী হয়ে সদর মডেল থানায় এ মামলাটি করেন। মামলায় প্রথম আসামি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি জালাল হোসেন খোকা দ্বিতীয় আসামী করা হয়েছে জেলা ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সহ-সভাপতি হাসান আল ফারাবী জয়কে।
মামলার অন্যান্য আসামিরা হলেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাফি আলম (২৮) ও তার বড় ভাই সাগর (৩২), শাহাদাৎ হোসেন ওরফে সানি (২৮), অপু (৩০), মামুন (৩৮), রুমান (৩৫), মাসুম (৪০), শাহরিয়ার ওরফে লাদেন (২২), রুবেল (২৮), অলি (৩০), মুরসালিন (২৮), তারেফ (৩০), সৌরভ (৩০) ও মামুন (২৮)।
নিহত আয়াশ রহমান এজাজ সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নস্থ মুসলিমপাড়ার বাসিন্দা আমিনুর রহমানের একমাত্র ছেলে এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহাদাৎ হোসেন শোভনের কর্মী ছিলেন। এবং খুনি ফারাবীও তার কর্মী ছিলেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, আসামিদের কেউ গ্রেফতার হয়নি। তবে তাদের গ্রেফতারের অভিযান চলছে। এ জন্য শহরের প্রবেশপথগুলোতে চেক পোস্ট বসানো হয়েছে।