গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদুৎ জোড়া পাম্প এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে শুক্রবার দুপুরে পিকাপ ভ্যান ও ব্যাটারী চালিত অটোরিকসা মুখোমুখী সংর্ঘষে জহুরুল হক (৪৯) নামের অটোরিকসা চালক নিহত হয়েছেন। নিহত ওই অটোরিকসা চালক হলেন উপজেলার র্পূব চান্দরা এলাকার মৃত হযরত আলীর ছেলে। এ ঘটনায় ঘাতক পিকাপ ভ্যানটিকে আটক করা গেলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, দুপুর সাড়ে বারোটার দিকে অটোরিকসা নিয়ে জহুরুল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের জোড়াপাম্প এলাকায় ইউর্টান নেয়ার সময় চন্দ্রা থেকে ছেড়ে আসা গাজীপুর গামী (নরসিংদী-ঠ ১১-০০১৭) নাম্বারের পিকআপ ভ্যানের মুখোমুখী সংর্ঘষ ঘটলে ঘটনাস্থলে অটোরিকসা চালক জহুরুল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে নাওজোর হাইওয়ে পুলিশ। পিকআপ ভ্যানটিকে আটক করেছে পুলিশ। তবে ঘটনার পর পরই চালক পালিয়ে যায়।
নাওজোর হাইওয়ে পুলিশের ওসি জানান, হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পিকআপ ভ্যানটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াদিন।