মাদারীপুর

কালকিনিতে বোমা বিস্ফোরণে আহত ৩

মাদারীপুরের কালকিনিতে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। শুক্রবার (৭ জুন) ভোর রাতে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি এলাকায় এ ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সে কালকিনির শিকার মঙ্গল ইউনিয়নের মৃধা কান্দির মৃত মফসের হাওলাদারের ছেলে দ্বীন ইসলাম। তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকি দুজন গ্রেফতার আতঙ্কে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেনটি ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে কালকিনির উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের আপন কাজীর সাথে একই এলাকার আনসার হাওলাদার ও কবির খাঁর সঙ্গে অনেক দিনের বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোরে আপন কাজীর সঙ্গে আনসার হাওলাদার ও কবির খাঁর লোকজন সংঘর্ষে জড়িয়ে পরেন। এ সময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটলে এতে আহত হন তিনজন। তবে দুজনের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। এরমধ্যে দ্বীন ইসলাম নামে এক যুবককে গুরুতর অবস্থায় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দ্বীন ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম জানান, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Author

দ্বারা
মাসুদ রেজা ফিরোজী, মাদারীপুর জেলা প্রতিনিধি

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker