মাহফুজ রাজা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ দু’জন গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থা সংকটাপন্ন।
শুক্রবার সকাল ৮টায় পৌর এলাকার হাসপাতাল চৌরাস্তায় মাহিন্দ্র ট্রাক্টর যাত্রীবাহি একটি অটোরিক্সাকে চাপা দেয়; এতে যাত্রী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো: রফিকুল ইসলাম (৫৩) গুরুতর আহত হন। তিনি পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়িয়া এলাকার সুরুজ মিয়ার ছেলে। অন্য জন অটো চালক মো: হানিফ মিয়া(৩৫)। তিনি উপজেলার পুমদী ইউনিয়নের বর্শিকুড়া গ্রামের ফজর আলীর ছেলে।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে নিকটবর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে দু’জনকেই উন্নত চিকিৎসার জন্য রেফার করেন। অবসর প্রাপ্ত সেনা অফিসারকে প্রথমে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়; তার অবস্থা সংকটাপন্ন বলে জানান চিকিৎসা দেওয়া চিকিৎসক সোমাইয়া আক্তার। তার কান দিয়ে রক্ত ক্ষরণ ও বমি হওয়ায় তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকার সিএমএস হাসপাতালে প্রেরণ করা হয়। অটো চালক হানিফকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পুলিশ খবর পেয়ে দুর্ঘটনা কবলিত ট্রাক্টর ও অটোরিক্সাটি জব্দ করে থানায় নিয়ে যায়।