
পুনম শাহরীয়ার ঋতু, জেলা প্রতিনিধি গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈরে মাদ্রাসার শিশু শিক্ষার্থী মুসা ওরফে রাফির (৬) হত্যাকারী গ্রেফতারকৃত মহর উদ্দিনের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজনরা ও এলাকাবাসী।
শুক্রবার (৭ জুলাই) দুপুর ২ টার দিকে উপজেলার কালামপুর এলাকায় চন্দ্রা টু বড়ইবাড়ি আঞ্চলিক সড়কে এ মানববন্ধন অনুষ্টিত হয়। এ সময় মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো: আবুল কাসেম, নিহতের বাবা শামীম ও স্থানীয় এলাকার বাসীর পক্ষ্যে আব্দুল মান্নান,সাইদুল ইসলাম, জসিম উদ্দিন, দেলোয়ার হোসেনসহ আরো অনেকে।
এ সময় মানববন্ধনে বক্তারা সরকারের কাছে শিশু মুসা ওরফে রাফির হত্যাকারী মহর উদ্দিনের দ্রুত ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য গত ২৬ জুন সকাল ১১ টার দিকে হত্যাকারী মোহর উদ্দিন মাদ্রাসার শিশু শিক্ষার্থী রাফিকে নিজ কক্ষে ডিম দিয়ে ভাত খাওয়ান। এরপর চকলেট আইসক্রিম কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে প্রথমে তাকে নির্জন স্থানে নিয়ে বলাৎকার করার সময় রাফি চিৎকার করতে চাইলে নিহতের পরনে থাকা পেন্টের বেল্ট গলায় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।
হত্যার পর মৃতদেহ স্থানীয় কালামপুর বনের ভেতর ফাকা টিনসেট বাড়ির পাশে ফেলে চলে যায়। এদিকে রাফিকে বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর কোথাও না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। এদিকে হত্যাকারীর ভাতিজি সকালে এক সাথে দোকানে যেতে দেখেছে কথাটি জানাজানি হলে মহরকে আটক করে এলাকাবাসী।
এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করলে ওই দিনই পুলিশ রাফিকে উদ্ধারে মহর উদ্দিনকে আটক করে মাঠে নামে। প্রায় ৪ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর এক পর্যায়ে আসামী মোহর হত্যার কথা শিকার করে। পুলিশ আসামীকে সাথে নিয়ে তার দেখানো স্থান থেকে রাত সাতটার দিকে রাফির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। পরবর্তীতে আসামি মোহর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তার বিরুদ্ধে মামলা নিয়ে ২৭ জুন সকালে তাকে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা।