পুনম শাহরীয়ার ঋতু, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর রশিদপুর এলাকায় সোমবার (১৩ নভেম্বর) সকালে মোয়াজ্জেম হোসেন (৬০) নামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এদিকে মাদকাশক্ত ছেলে বাপ্পির লাঠির আঘাতে স্কুল শিক্ষক পিতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে|
নিহত স্কুল শিক্ষক হলেন, উপজেলার চাপাইর ইউপির রশিদপুর গ্রামের মৃত বেলাল উদ্দিন সিকদারের ছেলে ইতনি রশিদপুর হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছেলে বাপ্পি হোসেন (২৫) কে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, সকাল নয়টার দিকে ঐ স্কুল শিক্ষকের মাদকাসক্ত বড় ছেলে রাব্বি হোসেন (২৫) এর সাথে সকালে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এর আগেও মাদকাশক্ত ছেলের হাতে কয়েকবার নির্যাতিত হয়ে দুইবার স্ট্রোক করেন বলেও জানা যায়।
ঘটনায় নিহতের শ্যালক জিন্না সরকার বলেন, সকালে ভাগিনা বাপ্পির সাথে টাকা পয়সা নিয়ে বাপ ছেলের মাঝে কথা কাটাকাটি হলে তখনি তিনি অসুস্থ হয়ে পরে এবং আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি। তবে বাপ্পি কিছুটা মাদকাশক্ত প্রায় টাকা নিয়ে বাবা ছেলের মাঝে জগড়া হয়।
এ ঘটনায় কালিয়াকৈর থানার উপপরিদর্শক ইয়াকুব আলী বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করা হয়েছে।লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। রিপোর্ট পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত বাপ্পিকে আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।