জামালপুর

সরিষাবাড়ীতে হরতাল-অবরোধ সচল রাখতে বিএনপির বিক্ষোভ মিছিল

স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:

সরকার পতনের দাবীতে সারাদেশে বিএনপির ডাকা অবরোধের সমর্থন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত দলের নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। 

সোমবার (১৩ নভেম্বর) সকালে চতুর্থ দফা অবরোধের ২য় দিনে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Image

উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি আরামনগর বাজার হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজারের মধ্যস্থলে গিয়ে এক পথ সভায় মিলিত হয়।

Image

পথ সভায় জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামিম বলেন, গত ২৮ তারিখের শান্তিপূর্ণ মহা-সমাবেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছেন, প্রধান বিচারপতির বাসভবনে তারাই হামলা চালিয়েছে, পুলিশ ফাঁড়িতেও তারাই হামলা চালিয়েছে। বিএনপি এসব কিছু করেনি ! তবুও তারা মিথ্যা মামলায় গেপ্তার-হয়রানি করছেন। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। 

এ-সময় বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপি  অঙ্গ ও সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Author

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker