✑ মো: আলমগীর, ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলা আউলিয়াপুর ইউনিয়নের খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ এখন ভুট্টা ও মরিচ শুকানোর চাতাল। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ এই স্কুলের মাঠটি শাহ আলম নামে একজন ব্যবসায়ীর কাছে প্রতিবছর ভাড়া দেওয়া হয়।
এছাড়াও এলাকায় এই স্কুলের মাঠটি ছাড়া খেলার আর আর কোন খেলার মাঠ নেই।
এ বিষয়ে স্কুলের সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান স্কুল মাঠ কোন প্রকার ভাড়া দেওয়া হয়নি, স্কুলের মাঠে অনেক ঝার- জঙ্গল ছিল সেটা পরিষ্কার করে শাহ আলম নামে একজন ভুট্টা ও মরিচ শোখাচ্ছে।
এছাড়াও তিনি আরো বলেন, এটি একটি বালিকা উচ্চ বিদ্যালয় এইখানে ছেলেদের খেলার কোন নিয়ম নাই। তারা এখানে খেলাধুলা করে এবং স্কুলের দরজা জানালা নষ্ট করে এবং দেওয়ালে অশ্লীল ভাষা লিখে রেখে যায়।
পরে স্থানীয় ব্যবসায়ী শাহ আলমের সাথে কথা বললে তিনি জানান, আমার কাছে কোন প্রকার ভাড়া নেওয়া হয় না, আমি মাঠটি পরিষ্কার করে ভুট্টা ও মরিচ শুখাচ্ছি।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আসমা আক্তার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, শুক্রবার, শনিবার স্কুল বন্ধ থাকায় স্থানীয় এলাকাবাসী স্কুলের মাঠে ভুট্টা ও মরিচ শুখান। কোনো প্রকার ভাড়া নেওয়া হয় না হয়না।
এ ব্যাপারে স্কুলের সভাপতির সাথে কথা বললে তিনি বলেন এই বিষয়ে আমি কিছুই জানিনা।
পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুর রহমান বলেন, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে অভিভাবক মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।