গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার পশ্চিম পাড়া রঙ্গারটেক এলাকায় জম জম স্পিনিং মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্টিফিকেট থেকে আগুনের সূত্রপাত। বুধবার(১২ মার্চ) দুপুরে ১২:৩০ মিনিটের দিকে কারখানার তুলা উৎপাদনকারী ব্লোরুম মেশিন থেকে বৈদ্যুতিক শর্ট সার্টিক থেকে প্রথমে আগুনের সূত্রপাত। পরে মূহর্তেই তুলার গোডাউনের সর্বত্র ছড়িয়ে পড়লে কারখানা কতৃপক্ষ ফায়ার র্সাভিসে খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে কালিয়াকৈর, জয়দেবপুর, কাশিমপুর, আশুলিয়ার ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিটের দুই ঘন্টার চেষ্টায় দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কারখানার শ্রমিকরা ও ফায়ার সার্ভিস সূত্র জানায় কারখানার ব্লোরুম মেশিন থেকে প্রথমে বৈদ্যুতিক শর্ট সার্কিট পরে মেশিনের পাশে থাকা তেলের ড্রামে আগুনের ফুলকি থেকে দ্রুত কারখানার তুলার গোডাউনে ছড়িয়ে পরে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী আব্দুল্লাহ আল আরেফিন বলেন, কারকানার তুলা তৈরি ব্লোরুম মেশিন থেকে আগুনের সুত্রপাত ৭ ইউনিটের ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়নত্রনে আসে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে ক্ষয়ক্ষতির পরিমান জানানো হবে। তবে কারখানার আগুন নির্বাপনে পানির যতেষ্ট ব্যবস্থা না থাকায় একটু সমস্যার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কারখানার কতৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।