ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভকে ক্যাম্পাসে খুব কাছ থেকে দেখে আবেগে কান্নায় ভেঙে পড়েন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রী। আবেগঘন মুহূর্তে তাঁকে জড়িয়ে নেন ‘ঢাকা অ্যাটাক’-এর এই চিত্রনায়ক।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শত শত শিক্ষার্থীর সামনে ঘটে সিনেমার মতো এই ঘটনা। এ দিন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ আয়োজিত বসন্ত বরণ অনুষ্ঠানে ‘উনিশ ২০’ সিনেমার প্রচারণায় গিয়েছিলেন আরিফিন শুভ।
ওই শিক্ষার্থীর নাম মিথিলা দেবনাথ। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী।
মিথিলা দেবনাথ বলেন, ‘এটা ইমোশনালি হয়েছে। এ রকম হতেই পারে। আমি তাঁর একজন ডাই-হার্ড ফ্যান। ছোটকাল থেকে আমি তাঁর সিনেমা দেখি। তিনিও বিষয়টি আন্তরিকতার সঙ্গে নিয়েছেন। এরকম হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না।’
এ নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও দেখা যায়, আরিফিন শুভ মঞ্চে কথা বলছিলেন, আর দর্শক সারিতে একটি মেয়ে কান্না করছেন। পরে তাঁকে ধরে মঞ্চে নিয়ে জড়িয়ে ধরেন।
উল্লেখ্য, উনিশ ২০ সিনেমায় আরিফিন শুভ ছাড়াও আরো অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, তানিয়া আহমেদ, হাসান মাসুদ, ওয়াহিদা মল্লিক জলি, জাহিদুল হক অপু, ডিকন নূর, সাবিহা জামান, ইরফান মৃধা শিবলু, তপন মজুমদার, এলিনা শাম্মি, আমিরুল ইসলাম, শর্মী আহমেদ, মুনমুন সিদ্দিকী, লিওনা লুভাইনা, সুস্মিতা সিনহা, এ এম মজুমদারসহ অনেকে।