গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকা থেকে নিখোঁজের তিনদিন পর আরিফ হোসেন (২০) নামের এক শ্রমিকের লাশ মঙ্গলবার দুপুরে আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের কলতাসুতি কবর স্থান থেকে পুলিশ উদ্ধার কেেরছন।
আশুলিয়া থানা পুলিশের প্রাথমিক ধারণা, শ্রমিক আরিফ হোসেনকে হত্যার পর কলতাসুতি গ্রামের কেন্দ্রীয় গণকবরের ভিতর ফেলে রাখে। পরে মঙ্গলবার দুপুরের দিকে স্থানীয় গ্রামবাসী নিহতের লাশ দেখে পুলিশে খবর দেন।
খবর পয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন। তবে আরিফ হোসেনের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানান। নিহত যুবক সিরাজগঞ্জের শাহাজাদপুর থানার বাজরা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। সে কালিয়াকৈরের বিশ্বাসপাড়া আনসার একাডেমী তিন নাম্বার গেইট এলাকায় আরএস ডাইনিং নামক একটি পোশাক রংতৈরির কারখানায় ওয়াসিং অপারেটর পদে চাকুরি করতো।
নিহতের পরিবার ও পুলিশ জানান, গত শনিবার ২১ জানুয়ারী সন্ধ্যায় বিশ্বাসপাড়া এলাকার মো: অফাজ উদ্দিনের ভাড়া বাড়ী থেকে বের হয়ে আর বাসায় ফিরে নাই। এ শ্রমিক নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়ী ও সম্ভব্য স্থানে খোঁজা খুঁজি করে না পেয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার বিকেলে আশুলিয়া থানা থেকে নিহতের ফুফু সেলিনা বেগমকে ফোনে জানানো হয়, অজ্ঞাত নামা একটি লাশ উদ্ধার করা হয়েছে। থানায় এসে লাশ দেখে নিশ্চিত করার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করেন। নিহতের ফুফু সেলিনা আক্তার বিকেলের দিকে আশুলিয়া থানায় গিয়ে আরিফ হোসেনের লাশ দেখে শনাক্ত করেন। এ সময় ভাতিজার মৃত্যুরু শোকে কান্নায় ভেঙ্গে পড়েন সেলিনা বেগম।
নিহত আরিফ হোসেনের ফুফু সেলিনা আক্তার জানান, গত শনিবার সন্ধ্যায় বাসায় কাউকে কিছু না বলে বের হয়। বাসা থেকে বের হওয়ার পর আর বাসায় ফিওে আসেনি।নিঁেখাজের পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পেয়েছি পরে বিভিন্ন স্থানে খুঁজাখুজির পর আশুলিয়া থানায় এসে তার লাশ দেখতে পেলাম।
ঘটনায় আশুলিয়া থানার ওসি (তদন্ত) মমিনুল ইসলাম জানান, দুর্বৃত্তরা শ্রমিক আরিফ হোসেনকে হত্যা করে গণকবরের ভিতরে লাশ ফেলে রেখে যায়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন।