গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এলাকায় পাথর বুঝাই ট্রাক চাপায় আজাদুল ইসলাম (৪৫) নামের মাহমুদ জিন্স কারখানার নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।
রবিবার (২২ জানুয়ারি) সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা মাহমুদ জিন্স কারখানার সামনে সড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় স্পটেই মারা যান ঐ নিরাপত্তা কর্মী,আহত মহিলা সহ তিনজনকে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর পরই কারখানার শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় এসময় দুই শতাধিক যানবাহন ভাঙচুর করে অপরদিকে সকাল সারে সাতটা থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছে মাহমুদ জিন্সের কারখানার শ্রমিকরা। এদিকে চন্দ্রা থেকে নবীনগর সড়ক ও টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ ১০ কিলোমিটার সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।