বিনোদন
Mission 90 News
Send an email
জানুয়ারি ১৯, ২০২৩সর্বশেষ আপডেট জানুয়ারি ১৯, ২০২৩
হাসপাতালে অভিনেত্রী নাদিয়া
০ ১,৪২৭ এক মিনিটেরও কম সময়
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। গত ১৭ জানুয়ারি রাতে হঠাৎ গ্যাস্ট্রোলজির সমস্যা বোধ করায় হাসপাতালে ভর্তি হন তিনি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে ভক্তদের বিষয়টি জানান এ অভিনেত্রী। পোস্টে তিনি লেখেন, ‘গতকাল রাতে (১৭ জানুয়ারি) হঠাৎ গ্যাস্ট্রোলজির সমস্যা বোধ করায় আজ (১৮ জানুয়ারি) হাসপাতালে ভর্তি হতে হলো। এ জন্য আমি সব ধরনের শুটিং থেকে আপাতত বিরতি নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’ নাদিয়ার এমন পোস্টে ভক্তরা তার সুস্থতা কামনা করে কমেন্ট করেছেন।
এদিকে অসুস্থ হওয়ার আগে বেশকিছু ধারাবাহিক, খণ্ড নাটক ও বিজ্ঞাপনচিত্রে ব্যস্ত ছিলেন তিনি। সুস্থ হলেই এসব কাজে আবারও অংশ নেবেন তিনি।