বিশ্বকাপ ফাইনাল শেষ হয়েছে ১৮ ডিসেম্বর। তবে শেষ হয়নি ফ্রান্স আর্জেন্টিনার লড়াই, তবে সেটা মাঠের নয়। ফাইনালকে কেন্দ্র করে দুই দলের পিটিশন লড়াই চলছে, ফাইনাল ম্যাচের মতো সেখানেও পিছিয়ে ফরাসিরা।
‘মেসওপিনিয়নস’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্মে পিটিশন দায়ের করেন ‘ফ্রান্স ফরএভার’ নামের এক ব্যবহারকারী। যেখানে তাদের দাবি হলো- ফ্রান্স এবং আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি পুনরায় খেলাতে হবে।
পিটিশনে তাদের অভিযোগ হলো ‘রেফারিকে কিনে নেওয়া হয়েছিলো, আর্জেন্টিনাকে দেওয়া পেনাল্টিটি অবৈধ ছিলো। আরও বলা হয়, দ্বিতীয় গোলের আগে এমবাপেকে ফাউল করা হয়।
এই পিটিশনে রোববার পর্যন্ত দুই লাখের অধিক মানুষ সই করেছেন।
এদিকে ফরাসিদের করা এই পিটিশনের পাল্টা জবাব দিতে অনলাইন প্ল্যাটফর্ম ‘চেঞ্জ ডট অর্গ’ এ, ‘ভ্যালেন্তিন গোমেজ’ নামের এক ব্যক্তি, ‘ফ্রান্সের কান্না থামাতে’ আরেকটি পিটিশন দায়ের করেন।
যেখানে সেই পিটিশনের শিরোনাম দেওয়া হয়, ‘ফ্রান্স কান্না বন্ধ করো’। গোমেজের করা সেই পিটিশনে রোববার পর্যন্ত সাড়ে ছয় লাখের অধিক মানুষ সই করেছে।
গত ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে অসাধারণ একটি ম্যাচ উপহার দেয় দল দুটি । ১২০ মিনিটে গোল সংখ্যা সমান হলে ট্রাইবেকারে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধার করে আর্জেন্টিনা।
সেই ফাইনাল ম্যাচকে ঘিরে এখনও চলছে আলোচনা-সমালোচনা। সেই ফাইনালের জের ধরেই দুই দেশের সমর্থকরা এই খেলা চালিয়ে যাচ্ছে।