‘‘পরিশ্রমী সাফল্যের মূল চাকিকাঠি’’ এই স্লোগানকে সামনে রেখে সরাসরি টাংঙ্গাইল থেকে পরিচালিত শহীদ ক্যাডেট একাডেমি জামালপুরের সরিষাবাড়ী শাখায়-২০২২ এর ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ডিসেম্বর) সকালে উপজেলার আরামনগন বাজার মেইন রোডে অবস্থিত শহীদ ক্যাডেট একাডেমি শাখার আয়োজনে ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণের মধ্যদিয়ে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শহীদ ক্যাডেট একাডেমি সুত্রে জানা যায়, পরীক্ষায় সরিষাবাড়ী উপজেলার চাইল্ড কেয়ার একাডেমিক স্কুল, শহীদ ক্যাডেট একাডেমি শাখা, বয়ড়া আদর্শ বিদ্যা নিকেতন, দ্যা ম্যাকজিম স্কুল, ক্রিয়েটিভ এডুকেশন কমপ্লেক্স, রিফ্লেক্স টিউটোরিয়াল হোম, ছাত্তার মেম্বার মেমোরিয়াল কিন্ডারগার্টেন, বিন্নাফৈর সূর্যসিড়ি কেজি স্কুল, মধুমাছি বিদ্যা নিকেতন, শান্তি নিকেতন, শহীদ ক্যাডেট একাডেমি বয়ড়া শাখা, চিলড্রেন্স হোম পাবলিক স্কুল ও চিলড্রেন্স কেয়ার মডেল একাডেমির ৫ম শ্রেণীর সর্বমোট ১৪২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। এসময় ‘২ঘন্টা ৩০মিনিট’ সময়ে ৫ বিষয়ের ১০০ মার্কের বার্ষিক এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ-বিষয়ে সরিষাবাড়ী উপজেলার শহীদ ক্যাডেট একাডেমি শাখার পরিচালক সাবিনা ইয়াসমিন কবিতা জানান, প্রতিবছরের ন্যায় এবছরও বিভিন্ন কিন্ডারগার্টেন এর শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। চলতি বছরের আগামী ৩০ডিসেম্বর এই বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।