“প্রশিক্ষিত যুবক- উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালী বেড় হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ মুশতাকুর রহমান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা খানজাদা শাহরিয়ার বিন মান্নান। এ সময় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওলীউল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামীলীগ নেতা সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রাশিদ, আলতাব হোসেন মোল্লা, সাবেক জিএস মোশারফ হোসেন মুর্শিদ, যুবকদের পক্ষে গোলাম মস্তুফা প্রমুখ।
পরে যুব উদ্যোক্তার মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।