ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদফতর মঙ্গলবার বিকালে ৭০পিস মাদক ইয়াবা ও ভারতীয় মদ ও নগদ টাকা উদ্ধার করেছে। রঘুনাথপুর গ্রামের মতিনের স্ত্রী ডলি বেগম ও তার ছেলে পলাতক রয়েছে রাকিবুল ইসলাম রাকিব ও পাশ্ববর্তী জগথা মুক্তিযোদ্ধা গ্রামের নুরুজ্জামান এর পুত্র মিঠুন ইসলাম মিঠু (২৪) এর বাড়ি থেকে ওই সব নেশা দ্রব্য উদ্ধার করা হয়।
উদ্ধারের সময় ডলি বেগম বাসা থেকে ৩০পিস ইয়াবা ও ভারতীয় মদ ও মিঠুর কাছ থেকে ৪০পিস, ইয়াবা মাদক বিক্রি করা ১৬ হাজার টাকা উক্ত নেশা দ্রব্য এর আনুমানিক ৪০হাজার টাকা । দীর্ঘ দিন ধরে মিঠু ও তার নিজ বাড়িতে অভিনব কায়দায় নেশা দ্রব্য মজুদ করে বিক্রি করছিল মিঠুর নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ, সঙ্গীয় ফোর্স ওই দুই বাড়িতে অভিযান চালিয়ে ৭০পিস ইয়াবা একটি ভারতীয় মদ ও ১৬ হাজার টাকা সহ আটক করে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত বিদ্যুৎ কুমার চৌধুরী জানন মাদক আইনে দুইটি মামলা হয়েছে আসামি হাজতে আটক আছে।