খাবারে সাথে চেতনা নাশক প্রয়োগ করে পরিবারের সদস্যদের ঘুম পাড়িয়ে ঠাকুরগাওয়ের পীরগঞ্জে এক প্রধান শিক্ষকের বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে গেছে দুবৃত্তরা । সোমবার দিবাগত রাতে উপজেলার জাবরহাট ইউনিয়নের করনাই মাঝাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে ।
উপজেলার চন্দ্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর মোর্শেদ জানান , গত সোমবার রাত ১০ টা দিকে তিনি জাবরহাট উপশহর থেকে করনাই বাসায় ফেরার পর দেখতে পান তার পরিবারেরলোকজন ঘুমাচ্ছেন ।
তিনি তার স্ত্রীকে ডাকা ডাকি করে জাগানোর চেষ্টা করেন । কিন্তু তার স্ত্রী তেমন সাড়া দেননি । পরে তিনিও ঘুমিয়ে পড়েন ।
গভীর রাতে তার মা ঘুম থেকে জেগে ঘড়ের দরজা খোলা দেখতে পেয়ে পরিবারের অন্যান্য সদস্যদের ডেকে তোলেন ।
এরপর দেখা যায় ঘড়ের আলমারি থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ পাঁচ হাজার টাকা নাই । ধারণা করা হচ্ছে , দুবৃত্তরা চেতনা নাশক প্রয়োগ করে বাড়ির লোকজনদের ঘুম পাড়িয়ে সোনা ও টাকা চুরি করে নিয়ে গেছেন । এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান , ঐ ইউনিয়নের চেয়ারম্যান মোবাইল ফোনে জানিয়েছেন তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেইনি।