রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক চলতি সপ্তাহ থেকে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস নেয়ার ঘোষণা দিয়েছেন। তারা হলেন ইংরেজি বিভাগের অধ্যাপক আব্দুল আল মামুন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন এবং ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক। শুক্র ও শনিবার তারা নিজের ফেইসবুক একাউন্ট থেকে পৃথক পৃথক স্টেটাসে এই ঘোষণা দেন।
এদিকে গত ১৭ ই মার্চ থেকে করোনা ভাইরাস সংক্রমণের কারণে দেশের সকল শিক্ষ প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। চলতি বছরের শুরুর দিকে সরকার শিক্ষা প্রতিষ্ঠান খোলার উদ্যোগ নিলেও সংক্রমণের উর্ধগতির করনে তা সম্ভব হয়নি। শনিবার জাতীয় শোকদিবস উপলক্ষে ঢাকা উত্তর মহানগর আ.লীগ আয়োজিত এক আলোচনা সভায় শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনি জানিয়েছেন করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবেনা। তাই উক্ত শিক্ষকগণ ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেন।
Subscribe
Login
0 Comments
Oldest