ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতইসলামি রিলিফ বাংলাদেশ এর আয়োজনে ২০ শে সেপ্টেম্বর (মঙ্গলবার) ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চখমিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ইসলামী রিলিফ বাংলাদেশ কর্তৃক স্কুল ভিত্তিক শিক্ষা ও প্রতিষ্ঠান উন্নয়ন মূলক প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৭টি খাতা, ৫টি কলম,১টি জ্যামিতি বক্স ও১টি স্কেল প্রাথমিক পর্যায়ে বিতরণ করা হয়।
এবং আগামী সপ্তাহে আরো ১টি ব্যাগ ও ছাতা বিতরণ করা হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রইস উদ্দিন (সাজু) চেয়ারম্যান, ১৩ নং গড়েয়া ইউনিয়ন পরিষদ, চখমিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য জালাল উদ্দীন ও প্রধান শিক্ষক, পূর্ব আরাজী চন্ডিপুর উচ্চ বিদ্যালয় ও চখমিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকাগন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ইসলামি রিলিফ বাংলাদেশ সংগঠনের কর্মকর্তা বৃন্দ।
রণ