কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ উপলক্ষে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কটিয়াদী উপজেলা শাখার সভাপতি মধ্যপাড়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শামছুল আলম এবং শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ধুলদিয়া ইউনিয়ন শাখার সভাপতি ও ধুলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা মাহমুদা বেগম।
১৫ই সেপ্টেম্বর বৃহস্পতিবার কটিয়াদী উপজেলায় পর্যায়ে প্রতিযোগিতায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক, কর্মচারি, স্কুলের নামের তালিকা ঘোষনা করা হয়।
এছাড়া শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন শহীদুল ইসলাম ভূইয়া স্বপন, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কাঠাঁলতলী স: প্রা: বি: এর শিক্ষক অসীম কুমার সেন, বনগ্রাম ২নং স: প্রা: বি: এর শিক্ষিকা জিন্নাত রেহানা মিতালী, শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন মধ্যপাড়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা রেহেনা এবং শ্রেষ্ঠ কাব শিশু নির্বাচিত হয়েছে দশপাখী পূর্বচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী তাবাসসুম শিফা, শ্রেষ্ঠ কর্মচারি আ: হক, শ্রেষ্ঠ এসএমসি খামার নখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।