কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়নের মির্জাপুর গ্রামে, পিতার সম্পত্তি লিখে নিয়ে বাবাকে বাড়ী থেকে বের করে দিয়েছে তার ছেলে!
রাস্তার পাশে ঘুমের জন্য ছটপট করা।ক্ষুদার যন্ত্রনায় কাতরানো,আপনজনের দেয়া মানষিক আঘাত, রিদয়টাকে ধোমরে মোছরে শেষ করে দেয়া। হাউ মাউ করে কখনো, কখনো গোমরে গোমরে কেদে, মেনে নিতে হচ্ছে রিদয়ে রক্ত ক্ষরণের নিঠুর বেদনা। বৃদ্ধ বয়সে এটা সত্যিই কঠিন যন্তনাদায়ক দৃশ্য।
শেষ বয়সে জীবনের প্রতি বিতৃষ্ণার বৃষ্টি ও রাশি রাশি ঘৃনা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কদ্দুস মিয়া(৬০)পাকুন্দিয়ার মির্জা পুরের একটি রাস্তার পাশে দেখা যায় তাকে।
প্রত্যক্ষদর্শী রোবেল মির্জার তত্ত্ব মতে, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মির্জাপুর গ্রামের বাসিন্ধা কুদ্দুস মিয়া (৬০)
জানা যায়-তারই ঔরসজাত ছেলে জীবন মিয়া (৩৫) মিথ্যা প্রলোভনে জায়গা জমি লিখে নিয়ে বাড়ি থেকে বের করে দেয়।