সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বরিশালে স্বর্ণ পদকজয়ী আবৃত্তিশিল্পী, সংস্কৃতিকর্মী শামসুন্নাহার নিপা আত্মহত্যা করেছেন।
বুধবার (৩ আগস্ট) দুপুরে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২ আগস্ট) রাতে ওড়না পেঁচিয়ে ফাঁস নেন তিনি।
নিহত ব্যক্তি উত্তর মল্লিক রোডের জাহান ম্যানসনের মৃত ফজলুল করিমের মেয়ে শামসুন্নাহার নিপা। তিনি বরিশাল নাটক, উদীচী শিল্পীগোষ্ঠী, কবিতার ক্লাসের সদস্য ছিলেন। আবৃত্তিতে বিশেষ অবদান রাখায় জিয়াউল হক স্বর্ণপদক-২০২২ পান তিনি।
উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সাইফুর রহমান মিরন বলেন, নিপা মঙ্গলবার শেষ রাতে হতাশা থেকে নিজের কক্ষে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। এর আগে ফেসবুকে ‘সব প্রস্থান বিদায় নয়’ পোস্ট দিয়েছিলেন তিনি।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিপা আত্মহত্যা করেছেন।