জনগণের দোরগাড়ায় সরকারি সেবাসমূহ পৌঁছে দেওয়া ও করোনাকালীন সময় দ্রুততম জনসেবায় অগ্রসর হওয়ার জন্য কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল ও পোষাক বিতরণ করা হয়েছে।
৯ আগস্ট সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৬টি ইউনিয়নের মোট ৪৬ জন গ্রাম পুলিশ(দফাদার ও মহল্লাদার)এর হাতে এ সকল সামগ্রী তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার ও উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস।
স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় প্রতিটি গ্রাম পুলিশকে ১টি বাইসাইকেল, ১টি ফুলহাতা শার্ট, ১টি হাফহাতা শার্ট, ২টি ফুল প্যান্ট ১টি বেল্ট দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস জানান, আমাদের গ্রাম পুলিশ গ্রামে গ্রামে সরকারি /বেসরকারী গুরত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। তাদের চলাচল ও কাজের গতি বৃদ্ধি করতে উপজেলার ৪৬ জন গ্রাম পুলিশ সদস্যদের বাইসাইকল, পোষাকসহ বিভিন সরঞ্জামাদি দেওয়া হয়েছে।