মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। এই নিয়ে টানা তিন ম্যাচ টস জিতেলেন টাইগার ক্যাপ্টেন মাহমুদউল্লাহ।
সিরিজ নিশ্চিত হয়ে গেছে; তাই ম্যাচ জয়ের কোনো চাপ নেই। টাইগারদের জন্য আজকের ম্যাচটি উপভোগের এবং ভবিষ্যতের অনুপ্রেরণা নেওয়ার। কথায় বলে- ‘সব ভালো যার শেষ ভালো’। এই মন্ত্রে উদ্বুগ্ধ হয়েই আজ সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচ খেলতে নামছে টিম টাইগার। লক্ষ্য ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের ট্রফিটা নিয়ে উল্লাস করা এবং আজ রাতে বিমানে অপেক্ষায় থাকা অজিদের আরও একবার হতাশা উপহার দেওয়া।
বরাবরের মতো আজও টাইগারদের ব্যাটিং লাইন-আপে সবার দৃষ্টি থাকবে ওপেনিং জুটিতে। গত চার ম্যাচ সৌম্য-নাঈমের ওপেনিং জুটি ব্যর্থ হয়েছে। সৌম্য একটি ম্যাচেও দুই অংক ছুঁতে পারেননি। নাঈম খেলেছেন ধীর গতির ইনিংস, যেগুলো তেমন কার্যকর ছিল না। এছাড়া বোলিংয়ে মুস্তাফিজুর রহমান আজও বাংলাদশের প্রধান অস্ত্র। এই সিরিজে অজিরা তার বল বুঝতেই পারছে না। গত দুই ম্যাচেই তিনি ৪ ওভারে মাত্র ৯ রান করে দিয়েছেন। সেইসঙ্গে সাকিব-নাসুম-শরীফুল-মেহেদিরাও দারুণ করছেন।