গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মজিদচালা এলাকায় বুধবার বিকেলে পরিবেশ দূষণের অভিযোগে ভ্রাম্যমান আদালত দুই জনকে এক মাস করে কারাদন্ড দিয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন, কালিয়াকৈর উপজেলার মজিদ চালা এলাকার শুকুর আলীর ছেলে সাইদুল ইসলাম (২৩), কালিয়াকৈর উপজেলার শিমুলিয়া এলাকার আব্দুর রহিমের ছেলে সোহেল রানা (২৪)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার মজিদচালা এলাকায় দীর্ঘদিন যাবৎ টায়ার পুড়িয়ে তৈল করে পরিবেশ দূষণ করে আসছে। বিষয়টি নজরে আসলে সাইদুল ইসলাম ও সোহেল রানাকে বুধবার দুপুরে এক মাস করে দুই জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
এ সময় উপস্থিত ছিলেন, আনসার, পুলিশ, ও বিভিন্ন কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, দীর্ঘদিন যাবৎ পরিবেশ দূষণ করে আসছিল দন্ডপ্রাপ্তরা। তাই ওই কারখানার দুইজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।