‘পরিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার’ এ স্লোগান সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতি’র উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনগুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে ফলজ, বনজ, ঔষধি গাছের চারা রোপণ, চারা বিতরণ, পাখির জন্য নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে গাছে গাছে মাটির কলস স্থাপন ও লিফলেট বিতরণ কার্যক্রম, কটিয়াদী আইডিয়াল কিন্ডারগার্টেনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কটিয়াদী সরকারি কলেজে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, ৫ জুন উপজেলা পরিষদ চত্বরে স্মারক বৃক্ষরোপণের মধ্য দিয়ে এ বছর সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি ‘সবুজায়ন’ এর শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা: মোহাম্মদ মুশতাকুর রহমান এবং ‘পাখির জন্য নিরাপদ আশ্রয়’ প্রকল্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার, লোহাজুরী ইউপির সাবেক চেয়ারম্যান আতাহার উদ্দিন ভূঞা রতন, কবি বেবী মোস্তফা, রক্তদান সমিতি’র প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম, সমন্বয় পর্ষদ সদস্য চলচ্চিত্রকর্মী জিসান আজাদ প্রমূখ উপস্থিত ছিলেন।
নাম প্রকাশে অনিচ্চুক একজন সচেতন ব্যাক্তি জানান, আমরা যদি যে যার অবস্থান থেকে একটু সচেতন হই তবেই পরিবেশ দুষন মুক্ত রাখতে পারি। আর এর প্রধান কাজ বাড়ির আঙ্গিনা বা রাস্তার পাশে একটি করে ফলজ ও ঔষুধি গাছ লাগাতে হবে। এতে আমরা ফল ও ঔষধ পাব এবং পরিবেশও দূষন থাকবে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা: মোহাম্মদ মুশতাকুর রহমান বলেন, পরিবেশের বিরূপ প্রতিক্রিয়া অনেকাংশেই মানবসৃষ্ট। প্রতিনিয়ত অবাধে বন ধ্বংসের কারণে এহেন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখনই সময় গাছ লাগিয়ে প্রাণ প্রকৃতিকে ভরিয়ে তোলার।
উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে পাখিসহ বিভিন্ন বিলুপ্ত প্রায় বন্যপ্রাণী সংরক্ষণ খুবই জরুরী। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকার সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সরকারের পাশাপাশি রক্তদান সমিতি’র মতো সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসতে হবে।