সাহিত্য

কবিতাঃ-“হাসির রুপ”

প্রভেদ রূপে,প্রভেদ রঙে,
চাল-চলনে তুমুল ভিন্নতর।
ছলাৎছলাৎ হাসির ঢঙে,
ভূবনময় আড়ম্বর কিম্বা অনাড়ম্বর। 
থাকিলেও ভিন্নতা গুণে মানে,
সমুদয় হাসির ভাষা একই রঞ্জনে।
মনোমুগ্ধকর__ কিচিরমিচির সে তো পাখির হাসি,
যাহার ধ্বনিতে হৃদয়পুর উদাসী।
হাসিতে কেহ লুকায়িত করে কান্না_
কেহ বা সুখের হাসিতে ভাসায় বন্যা।
নবীন শিশুর নাড়াচাড়া আর কলকাকলি,
তাহার হাসি শুনে বিমোহিত পাহাড়তলি।
বসন্ত হাসে সবুজ রঙে।
কোকিলের কুহু হাসি
দোলা দেই আকাশ-পানে।
ভোমরাও হেসে কাটিয়া দেই প্রহর,
সমুদয় হাসির ভাষা একই রঞ্জনে বংশপরাম্পর।
মনোমুগ্ধকর সাগরের হাসি প্রবাহিত স্রোতে,
ঝর্ণার হাসি ভেসে আসে দক্ষিণা বায়ুতে।
চাঁদের খুশিতে তারা ফুটে রাতে,
জোনাক পোকা হাসে তার পাকনার আলোতে।
তেরোশত নদী হাসে,হাসে সাত সমুদ্দুর।
হাসিতে খুঁজিতে নেই রূপ,
সমুদয় হাসি একই রঞ্জনে ভরপুর।

সুবর্না আক্তারঃ পড়াশোনা অর্নাস ব্যবস্থাপনা বিভাগ(২য় বর্ষ) কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ ৷ গ্রামের বাড়ি জামাইল পৌরসভা ৯নং ওয়ার্ড ৷ হোসেনপুর উপজেলা,কিশোরগঞ্জ। 

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker