আশ্রায়ন-২ প্রকল্পের ক শ্রেণীর আওতায় নির্মিত ঘর পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি ও জেলা প্রশাসক মুর্শেদা জামান।
শুক্রবার(২৯ জুলাই) সকাল ১১ টার দিকে পোগলদিঘা ইউনিয়ন ক্ষুদ্র-নৃ জনগোষ্ঠীর জন্য আশ্রায়ন-২ প্রকল্পের ক শ্রেণীর আওতায় নির্মিত ৩০টি ঘর ও পৌরসভার ৫নং ওয়ার্ডের তাড়িয়া পাড়া এলাকায় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী(হিজড়াদের) জন্য নির্মিত ০৯টি ঘর পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি। পরিদর্শনকালে মাস্ক ও ত্রাণ বিতরণ সহ আশ্রায়ন প্রকল্পে দেশীয় ফলজাত গাছ লাগান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, জামালপুর জেলা প্রশাসক মুর্শেদা জামান,উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ূন কবীর, থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান,পৌর মেয়র মনির উদ্দিন মনির, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম মানিক,
বাংলাদেশ আওয়ামী লীগ সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান এলিন, পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিজান, ৫ ও ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলী ও সাখাওয়াত আলম মুকুল সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্বরা।
এসময় জেলা প্রশাসক মুর্শেদা জামান বলেন, যারা পাকাঘর তো দুরের কথা, কাঁচা ঘরের স্বপ্নও কোনদিন দেখেনি। তারা আজ জমিসহ পাকাঘর পেয়েছেন।
মাননীয় প্রধানমন্ত্রী তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ও নৃ- জনগোষ্ঠীর স্বপ্নকে বাস্তবায়ন করতে সর্বত্র উদগ্রীব। যারা এখনো এ প্রকল্পের আওতায় আসেনি তারা অচিরেই চলে আসবেন।এপ্রকল্পের কাজ অব্যাহত রয়েছে।
এদিকে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর হিজড়ারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র এ মহতি উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।