নওগাঁর ধামইরহাটে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ জন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি এবং ১ জন অস্ত্র মামলার ওয়ারেন্টভূক্ত আসামীসহ সর্বমোট ৬ জন গ্রেফতার করেছে।
বর্তমান প্রেক্ষাপটে সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে সকল মাদক সম্রাটদের গ্রেফতারসহ মাদকবিরোধী অভিযানে র্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এর নেতৃত্বে ২৯ জুলাই দিবাগত রাত সোয়া ৩ টায় বিশেষ অভিযান পরিচালনা করে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজার হতে কম্পিউটারের সিপিও ৪ টি, হার্ড ডিস্ক ১১টি মনিটরম৪ টি, মাউস ৮ টি এবং বিভিন্ন ক্যাবল ১২ টিসহ পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারিদের গ্রেফতার করেন। ধৃতরা হলেন, জয়পুরহাট সদরস্থ উত্তর পেচুলিয়া গ্রামের মৃত আব্দুল লতিফ এর ছেলে মোঃ আলমগীরী হোসেন (৩৬), ধামইরহাট উপজেলার জাহানপুর গ্রামের মৃত কামাল শাহ্ ছেলে মোঃ তুহিন হোসেন (২৯), একই গ্রামের দক্ষিণ পাড়া মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ বিপ্লব হোসেন, জয়পুরহাট জেলা সদরস্থ দক্ষিণ পেচুলিয়া মোঃ কবির উদ্দিনের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৩৫), ধামইরহাট উপজেলার নানাইচ গ্রামের শ্রী ভবেশ মহন্তের ছেলে শ্রী সুমিত মহন্ত (২৮) আটক করেন। অপরদিকে ওই অভিযানিক দল ভোর ৬ টার সময় জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার নলডাঙ্গা গ্রাম হতে অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামী পুর্ব রুকুন্দিপুর (মাষ্টার পাড়া) মোঃ নুরুজ্জামান এর ছেলে মোঃ অন্তর (২৫) কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ধৃত আসামীদের বিরুদ্ধে নওগাঁ জেলার ধামইরহাট থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের এবং ওয়ারেন্টভূক্ত আসামীকে আক্কেলপুর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলে লেঃ কমান্ডার তৌকির নিশ্চিত করেন ।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.