লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও পীরগঞ্জে বুধবার বিকালে উপজেলার ৫নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন চেয়ারম্যান বিবেকা নন্দ রায় (নিমাই) সভাপতিত্বে ওপেন হাউস ডে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, পুলিশ পরিদর্শক বিদ্যুৎ কুমার চৌধুরী,এস আই বাবুল সহ প্রমুখ ।
অনুষ্ঠানে ওসি জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।
তিনি আরও বলেন, নারী নির্যাতন, জুয়া, বাল্যবিবাহ, মাদক সেবন ও ব্যবসায়ীর সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।