গাজীপুরের কালিয়াকৈরে এপেক্স উইভিং লিমিটেড নামক তৈরি পোষাক কারখানায় বিনা নোটিশে কারখানা বন্ধের প্রতিবাদে অবস্থান ধর্মঘট করেছে কর্মরত শ্রমিকরা।
সোমবার সকালে কালিয়াকৈর পৌরসভার ৮নং ওয়ার্ডের পাষা গেইট এলাকার এপেক্স উইভিং লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
স্থানীয় শ্রমিকরা ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সূত্রে জানাযায়, ঈদের আগে বিনা বেতনে কারখানার শ্রমিকদের ছুটি দেয়া হয়। এদিকে ৯ মে কারখানা খুলে দেয়ায় কথা থাকলেও সকালে শ্রমিকরা কর্মস্থলে এসে মেইন গেটে কারখানা বন্ধের নোটিশ সহ তালাবদ্ধ অবস্থায় দেখতে পায়।
এ সময় শ্রমিকরা ও শ্রমিক ইউনিয়ন পরিষদের নেতারা উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলতে চাইলে তারা কথা বলতে রাজি না হলে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে পরে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে কালিয়াকৈর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এসে শ্রমিকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় পুলিশ কারখানার শ্রমিক ও কতৃপক্ষের সাথে কথা বলে একটি সমযোতার আশ্বাস দেওয়ায় শ্রমিকরা অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে।
এ ঘটনায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কালিয়াকৈর জোনের ইনস্পেকটর আবু মোকাদ্দেস আলী জানান খবর পেয়ে ঘটনাস্থলে এসে কারখানার কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি তারা আগামীকাল সকালে শ্রমিকদের সাথে মিটিং করে এই ঘটনার সুরাহা করবে।
এদিকে শ্রমিকরা দাবি করে জানান আগামী মাস ও চলতি মাস সহ ২ মাসের বেতন ও ঈদ বোনাস কারখানার কাছে পাওনা।