কিশোরগঞ্জের কটিয়াদী বাজারে সিসি ক্যামেরা উপলক্ষে উদ্বোধন ও দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধায় কটিয়াদী মডেল থানার চত্বরে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন এর সভাপতিত্বে ও ওসি (তদন্ত) কাজী মাহফুজ হাসান ছিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ (বিপিএম)।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কটিয়াদী পৌর মেয়র শওকত উসমান, কটিয়াদী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মামুন। এ সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) সোনাহর আলীসহ অন্যান্য পুলিশের অফিসার বৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযুদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা পুলিশের মানবিক নানা কার্যক্রমের প্রসংশা করেন এবং জনগণের কল্যানে কাজ করার আহবান জানান। সেই সাথে সিসি ক্যামেরা স্থাপনের ফলে বাজারে নিরাপত্তা থাকবে এবং অপরাধ অনেক কমে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন আলোচকরা।