কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ২২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় কটিয়াদী উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।
এ সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা জ্যোতিশ্বর পালের সভাপত্বিতে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা: মোহাম্মদ মুশতাকুর রহমান, কটিয়াদী পৌর মেয়র শওকত উসমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো: মুকশেদুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামীলীগ নেতা সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, জালালপুর ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক।
এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সোনাহর আলী, কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদাৎ হোসেন, বিশিষ্ঠ আওয়ামীলীগ নেতা মঈনুজ্জামান অপু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিজয় কুমার দেবনাথ প্রমুখ ও কৃষক-কৃষাণীসহ কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসসুত্রে জানা যায়, উপজেলার ১টি পৌরসভা এবং ৯টি ইউনিয়নের ২ হাজার ২শ জন কৃষক-কৃষাণীর মাঝে ১ বিঘা আউস আবাদের জন্য ৫ কেজি ধানবীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ২টি ধান কাটার হার্ভেস্টার বিতরণ করা হয়েছে।