কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানায় – নারী ও শিশু সার্ভিস ডেস্ক উদ্ভোধন হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সারা দেশের সব (৬৫৯) থানায় ‘সার্ভিস ডেস্ক’ উদ্বোধন করেছেন। এ ছাড়া গ্রহহীন পরিবারের জন্য পুলিশের নির্মিত ৪০০টি বাড়ি হস্তান্তর করেছেন তিনি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশের দুটি মানবিক উদ্যোগ গণভবন থেকে ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
আজ রবিবার নারী ও শিশু সার্ভিস ডেস্ক উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কটিয়াদী পৌর মেয়র শওকত উসমান, কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদাৎ হোসেন, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, কটিয়াদী প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ: খালেক সরকার রাজু, আওয়ামী লীগ নেতা মুছা মারুয়াসহ আরো অনেকে।