গত ২ ও ৩ এপ্রিলে বিভিন্ন অনলাইন পত্রিকা ও ফেসবুকে দেশের সুনামধন্য রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগকে জড়িয়ে ” ঠাকুরগাঁওয়ে ফেন্সিডিলসহ যুবলীগকর্মী গ্রেফতার” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঠাকুরগাঁও জেলা যুবলীগ।
ঠাকুরগাঁও জেলা যুবলীগের দপ্তর সম্পাদক প্রশান্ত কুমার দাস স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবলীগকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা আদৌ সত্য নয়।এমনকি পুলিশের হাতে আটক ব্যক্তি মোঃ হানিফ ঠাকুরগাঁও যুবলীগের কোনো ইউনিটেরই সদস্য নয়।অথচ কোনোরকম যাচাই-বাছাই না করে সংবাদে তাকে অসৎ উদ্দেশ্যে যুবলীগের কর্মী উল্লেখ করা হয়েছে-যা আইসিটি অ্যাক্ট লঙ্ঘনের সামিল।এতে চরমভাবে সংগঠনের সম্মানহানি ঘটেছে।
এছাড়াও যেসকল সংবাদকর্মী ভাইয়েরা এ সংবাদ প্রকাশ করেছেন তাদের আগামী ৩ (তিন) দিনের মধ্যে স্ব স্ব পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রকাশের জন্য অনুরোধ জানানো হয়েছে গণবিজ্ঞপ্তিতে।
উক্ত সময়ের মধ্যে প্রকাশিত সংবাদের প্রতিবাদ না প্রকাশিত হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও উল্লেখ করা হয় গণবিজ্ঞপ্তিতে।