ধূমপান তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভায় উপজেলা নির্বাহী অফিসার ও টাস্কফোর্স সভাপতি জ্যোতিশ্বর পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা: তাজরীনা তৈয়ব, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইব্রাহিম, কাইডস্ তামাক নিয়ন্ত্রণ সংগঠন কিশোরগঞ্জের প্রতিনিধি সাংবাদিক শাহ মো: সারওয়ার জাহান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: ছাইদুর রহমান, কটিয়াদী সমাচার পত্রিকার সম্পাদক সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আছমা আক্তার, আনসার ভিডিপি কর্মকর্তা নূরজাহান আক্তার, মাধ্যমিক অ্যাকাডেমী সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম, বনগ্রাম ইউপির চেয়ারম্যান জসিম উদ্দিন, কটিয়াদী পৌর ৩নং ওয়ার্ড কমিশনার মনিরুজ্জামান মনিরসহ প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিক। সঞ্চালনায় ছিলেন কটিয়াদী পৌরসভা ও স্যানেটারি ইন্সপেক্টর দিদারুল আলম রাসেল। সভা শেষে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।