ঠাকুরগাওয়ের পীরগঞ্জে স্বাধীনতা কাপ টি-২০ ক্রিকেট টুর্নমেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে ডাক বাংলো মাঠে অনুষ্ঠিত এ খেলা অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ খেলোয়ার কল্যান সমিতির আয়োজনে অনুষ্ঠিত খেলায় ডাক বাংলো একাদশ দল ৬ ইউকেটে ঠাকুরগাও নাইট স্টার ক্লাবকে হারায়। শেষে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন ঠাকুরগাও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান।
বক্তব্য দেন, ইউএন রেজাউল করিম, থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হকসহ আরো অনেকেই।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, বিএনপি নেতা মঈনুল হক সোহাগ, রেজওয়ানুল হক, রেজাউল করিম রাজা, মামুনুর রশীদ, ক্রীড়া সংগঠক রেজওয়ানুল রেজু, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল কিবরিয়া আবেদীনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পীরগঞ্জ খেলোয়ার কল্যান সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকী কনক জানান, টুর্নামেন্টে ১৬ টি দল অংশ নেয়।