কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টা কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা: মোহাম্মদ মুশতাকুর রহমান, সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা লায়ন মো: আলী আকবর, সরকারি কমিশনার (ভূমি) মো: ইব্রাহিম, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা: তাজরীনা তৈয়ব, উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) কাজী মাহফুজ হাসান সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন। সঞ্চালনায় ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মঈনুর রহমান মনির।
এ সময় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে সকালে উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন, মডেল থানা, মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন, কটিয়াদী মডেল থানা সংলগ্ন (বালু মাঠ) বধ্যভুমিতে ফুল দিয়ে বিনম্র নিবেদন করেন।