চাল, ডাল, তেল, গ্যাস ও বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্য উর্দ্ধগতির প্রতিবাদে মানববন্ধন হয়েছে ঠাকুরগাওয়ের পীরগঞ্জে।
বুধবার দুপুরে উপজেলা জাতীয় পার্র্টির (জাপা) আয়োজনে এ মানববন্ধন করা হয়। শহরের বটতলায় প্রায় এক ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি হাফিজউদ্দীন আহম্মদ, উপজেলা জাপার সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান খয়রুল আনাম চৌধুরী, সহ-সভাপতি দবিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান প্রমূখ।
সিন্ডিকেড করে সারা দেশে দ্রব্য মুল্য বাড়ানো হয়েছে দাবি করে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনী দ্রব্যের ক্রয় ক্ষমতা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। দেশে আজ হাহাকার চলছে। এঅবস্থায় সরকার অবিলম্বে দ্রব্য মুল্য কামানোর উদ্যোগ না নিলে বৃহত্তর আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে ।