গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্য হয়েছে। শনিবার সকাল ৮ টা থেকে আজ রবিবার ৮ টার মধ্যে তারা মৃত্য বরণ করেছেন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত্যদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জনের ও উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছে। করোনা নেগেটিভ হওয়ার পর আরও ২ জনের মৃত্য হয়েছে।
আরও জানা যায়, গত ২৪ ঘন্টায় হাসপাতালে মারা যাওয়া ১৯ জনের মধ্যে রাজশাহীর ৯ জন, নাটোরের ৬ জন, পাবনার ১ জন, নওগাঁর ২ জন ও কুষ্টিয়ার ১ জন আছেন। করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছে ৭৪ জন। হাসপাতালের করোনা ইউনিটের ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে ৫১৮ জন।