হাইকোর্টের নির্দেশনায় ও পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় যৌথ অভিযানে গাজীপুরের কালিয়াকৈরে অবৈধ ইটভাটা বন্ধ করতে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতর। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তেগীরের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা কালে শনিবার দুপুর পর্যন্ত কালিয়াকৈর উপজেলার সোনাখালী এলাকার কেবিসি ব্রিকসকে সাড়ে আট লাখ টাকা জরিমানা করে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে। ডুবাইল এলাকার জেআরএইচ ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করে ভেঙ্গে দেয়া হয়েছে। এছাড়াও ওই এলাকার আরো তিনটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে অবৈধভাবে মাটি ব্যবহারের অপরাধে।
অভিযানের উপস্থিত ছিলেন, মোহাম্মদ মঈনুল হক গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী অফিসা, মমিন ভূঁইয়া গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী অফিসারসহ থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর কর্মকর্তারা।
এই বিষয়ে জেলা নির্বাহী কর্মকর্তা মারুফ দস্তেগীর জানান- গাজীপুরে ৪৬ টা অবৈধভাবে গড়ে উঠা ইটভাটা চিহ্নিত করা হয়েছে কালিয়াকৈরে উপজেলায় আছে ১১ টি অবৈধ ইটভাটা এর ধারাবাহিকতায় আজকে অভিযান পরিচালনা করা হয়েছে। পর্যায় ক্রমে এই অভিযান অব্যাহত থাকবে।