“দাম কমাও, মানুষ বাঁচাও” এই স্লোগান’কে সামনে রেখে দ্রব্য মূল্যের লাগামহীন মুল্যবৃদ্ধির প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ মার্চ) সকালে উপজেলার পৌর আরামনগর বাজারে বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ করেন উপজেলা বিএনপি।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম সাহেব।
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির খান, উপজেলা যুবদলের আহবায়ক ও সাবেক পৌর মেয়র ফয়েজুল কবীর তালুকদার শাহিন, সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল আওয়াল, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ফকির, সাবেক ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান মিলন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সহ-সভাপতি সাখোয়াত হোসেন শাহিন, খুরশেদ আলম চয়ন প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপিসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় বক্তরা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মুল্য দিন দিন উর্ধগতি হচ্ছে। এমন সৈরাচারী শাসন ব্যবস্থা বন্ধ করতে হবে। সাধারন মানুষের উপড় এমন উর্ধগতি দ্রব্যমূল্য চাপিয়ে দেওয়া যাবে না। সাধারন মেহনতি মানুষের কথা চিন্তা করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মুল্য কমাতে হবে। এসব নিরসনে টিসিবি’র মাধ্যমে স্বল্পমূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রতিদিন সাধারন মানুষের মাঝে বিক্রিয় করতে হবে।