ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চাল, ডাল, তেল গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে বাঁধা দিয়েছে পুলিশ। শনিবার (৫ মার্চ) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দলীয় নেতাকর্মীরা।
এ সময় পুলিশ তাদের মিছিলে বাঁধা দিলে মিছিলটি পন্ড হয়ে যায়। পরে দলীয় কার্যালয়ের সামনে পুলিশি বেষ্টনীতে বিক্ষোভ সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীরা। এতে বক্তব্য দেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিদুল হক মজিদ, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল আলম শরীফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহেল রানা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম রেজু, উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, সমবায় বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, উপজেলা যুবদলের আহ্বায়ক নজমুল হুদা মিঠু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হাসানুল হক বান্না, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সেলিম রেজা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান কর্নেল।
এ সময় বক্তারা বলেন, সরকার সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়েছে। এতে অসহায় হয়ে পড়েছে সাধারণ মানুষ। অনতিবিলম্বে চাল, ডাল তেল গ্যাস বিদ্যুৎ সহ সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবি জানান। না হলে সরকার পতনের আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বিএনপির নেতাকর্মীরা।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.